ঢাকা, বৃহস্পতিবার, ১৬ আশ্বিন ১৪৩২, ০২ অক্টোবর ২০২৫, ০৯ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

স্তন ক্যানসার সচেতনতা তৈরিতে বর্ণাঢ্য শোভাযাত্রা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৪, অক্টোবর ১, ২০২৫
স্তন ক্যানসার সচেতনতা তৈরিতে বর্ণাঢ্য শোভাযাত্রা স্তন ক্যানসার সচেতনতা তৈরিতে বর্ণাঢ্য শোভাযাত্রা

চট্টগ্রাম: পিংক অক্টোবর, স্তন ক্যানসার সচেতনতা মাস। এ উপলক্ষে জনসচেতনতা তৈরিতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়েছে নগরে।

ব্যান্ডপার্টির বাদ্য, পিংক কালারের ক্যাপ, বুকের ব্যাজ, সচেতনতার বার্তাসহ লিফলেট, ব্যানার, প্লেকার্ড, রাতের আলোকসজ্জা নজর কাড়ে নগরবাসীর।

বুধবার (১ অক্টোবর) চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে শোভাযাত্রা শুরু হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজের চিকিৎসক, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, পেশাজীবীরা অংশ নেন এতে। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি জিইসি মোড় বিএমএ ভবন এসে শেষ হয়।

শোভাযাত্রায় দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক, দৈনিক পূর্বকোণ সম্পাদক ডা. ম. রমিজ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. জসিম উদ্দিন, উপ-অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব, সিএসসিআরের চেয়ারম্যান ডা. খুরশীদ জামিল চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ডা. মোরসেদুল করিম চৌধুরী, পিজিএস একাডেমিয়ার চেয়ারম্যান অধ্যাপক ডা. খন্দকার একে আজাদ, কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী, অধ্যাপক ডা. মো. মঞ্জুরুল ইসলাম, ডা. গোফরানুল হক, ডা. ইমরান বিন ইউনুস, ডা. এসএম তারেক, লায়ন হাসান আকবর, অধ্যাপক ডা. সৈয়দ আহমদ, ডা. একরামুল হক, ডা. সাজ্জাদ মো. ইউসুফ, ডা. সাকেরা আহমেদ, ডা. নাজমা মাহবুব, চসিকের স্বাস্থ্য বিভাগের প্রধান ডা. মো. ইমাম হোসেন রানা, চমেক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মাসুদ করিম, ডা. হোসনে আরা, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যকরী সদস্য ডা. এসএম সারোয়ার আলম ও সিটি ইউনিট রেড ক্রিসেন্ট সেক্রেটারি গোলাম বাকী মাসুদ উপস্থিত ছিলেন।

দুপুর দেড়টায় বিনামূল্যে ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং ও কনসালটেশন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান সিএসসিআরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। ডা. খুরশীদ জামিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রম উদ্বোধন করেন।  

মেয়র বলেন, আজ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমরা অক্টোবর মাসকে ব্রেস্ট ক্যানসার অ্যাওয়ারনেস মাস হিসেবে পালনের ঘোষণা করছি। এ মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সচেতনতা শোভাযাত্রা, স্কুল-কলেজে সমাবেশ, প্রদর্শনী, গণমাধ্যমে প্রচারণা, টক-শো এবং লিফলেট বিতরণসহ নানা কার্যক্রম পরিচালিত হবে। আমরা চাই ভীতি নয়, সচেতনতার মাধ্যমে মানুষ ব্রেস্ট ক্যান্সার মোকাবিলায় এগিয়ে আসুক।

ব্রেস্ট ক্যানসার বিষয়ে সচেতনতায় এ ধরনের উদ্যোগ আগে নেওয়া হয়নি। এ ধরনের সচেতনতা শুধু নারীদের মধ্যেই সীমাবদ্ধ রাখলে চলবে না। পুরুষদেরও পূর্ণমাত্রায় নারীদের পাশে থেকে ব্রেস্ট ক্যানসার রোধে অগ্রণী ভূমিকা রাখতে হবে। সচেতনতা মাসে চট্টগ্রামে যে বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছে সেটা সারা দেশের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। সুস্থ নগর গড়ে তুলতে স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর বিকল্প নেই।
 
অক্টোবর মাসব্যাপী প্রতি শনিবার, সোমবার ও বুধবার বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত বিনামূল্যে ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং ও কনসালটেশন কার্যক্রম চলবে। এই কার্যক্রমে নিবন্ধিত রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা শতকরা ৫০ ভাগ ছাড় দেওয়া হবে। নিবন্ধনের জন্য সিএসসিআরের ২য় তলায় অবস্থিত হেল্প ডেস্কে যোগাযোগ করতে হবে। স্ক্রিনিং কার্যক্রমের প্রথম দিন ৩৫ রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।  ডা. সায়রা বানু শিউলির নেতৃত্বে পাঁচ সদস্যের চিকিৎসক দল এ কার্যক্রমে অংশ নেন।  

এআর/টিসি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।