ঢাকা, বৃহস্পতিবার, ১৬ আশ্বিন ১৪৩২, ০২ অক্টোবর ২০২৫, ০৯ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

দুর্গাপূজা এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে: সরওয়ার আলমগীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪১, অক্টোবর ১, ২০২৫
দুর্গাপূজা এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে: সরওয়ার আলমগীর

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা। আমরা সকলে একসাথে এই উৎসবের আনন্দ ভাগ করে নিতে চাই।

বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। এই দেশে প্রতিটি ধর্ম ও সম্প্রদায়ের মানুষ যুগ যুগ ধরে তাদের নিজ নিজ উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন করে আসছে।
এটাই আমাদের ঐতিহ্য। দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে।  

তিনি বলেন, বিএনপি সবসময় সনাতনীদের পাশে আছে। এটা কাজে প্রমাণ হয়েছে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দিতে ফটিকছড়ি পৌরসভা ও নাজিরহাট পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি একথা বলেন।

এ সময় ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক বাবু মিহির চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা মাহাবুব আলম, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীনসহ উপজেলা, পৌরসভা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।