ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিপিজেএ চট্টগ্রামের সভাপতি মোস্তাফিজুর, সম্পাদক মিয়া আলতাফ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৩
বিপিজেএ চট্টগ্রামের সভাপতি মোস্তাফিজুর, সম্পাদক মিয়া আলতাফ  নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক

চট্টগ্রাম: বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) চট্টগ্রাম শাখার দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের সিনিয়র ফটো সাংবাদিক মোস্তাফিজুর রহমান সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক পূর্বকোণের সিনিয়র ফটো সাংবাদিক মিয়া আলতাফ।

বুধবার (২ আগস্ট) চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ক্লাবের সহ সভাপতি, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের চট্টগ্রামের উপদেষ্টা ও নির্বাচন কমিশনার বিশিষ্ট সাংবাদিক মনজুর কাদের মঞ্জুর সভাপতিত্বে ও সংগঠনের সহকারী কোষাধ্যক্ষ মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।  

সংগঠনের সকল সদস্য বক্তব্যের মাধ্যমে মতামত ব্যক্ত করেন।

সভায় বার্ষিক প্রতিবেদন পেশসহ সার্বিক বিষয়ে আলোচনা করা হয়। সংগঠনের কাজকে আরো গতিশীল করা, সভা সমূহ নিয়মিত আয়োজন ও সদস্যদের মান উন্নয়নে সময় উপযোগী পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।  

সমাপনী অধিবেশনে সদস্যদের ভোট গ্রহণ ও গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মনজুর কাদের মঞ্জু।

২০২৩-২০২৪ সেশনের জন্য প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মনজুরুল আলম মঞ্জু, উপদেষ্টা মনজুর কাদের মন্জু। সভাপতি দৈনিক ইত্তেফাকের সিনিয়র ফটো সাংবাদিক মোস্তাফিজুর রহমান, সহ সভাপতি দৈনিক সমকালের ফটো সাংবাদিক মোহাম্মদ রাশেদ, সাধারণ সম্পাদক দৈনিক পূর্বকোণের ফটো সাংবাদিক মিয়া আলতাফ, যুগ্ম সম্পাদক ফটো সাংবাদিক গোলাম মর্তুজা আলী, সাংগঠনিক সম্পাদক দৈনিক কর্ণফুলীর ফটো সাংবাদিক মোহাম্মদ হোসেন, অর্থ সম্পাদক দৈনিক আজকের পত্রিকার ফটো সাংবাদিক হেলাল সিকদার, সহ অর্থ সম্পাদক দৈনিক জনকন্ঠের ফটো সাংবাদিক সাইদুল আজাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক নয়াদিগন্তের ফটো সাংবাদিক আখতার হোসাইন, সহ প্রচার সম্পাদক ফটো সাংবাদিক ইব্রাহীম মুরাদ, অফিস সম্পাদক দৈনিক পূর্বদেশের ফটো সাংবাদিক এম হায়দার আলী, প্রদর্শনী সম্পাদক দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড এর ফটো সাংবাদিক মিনহাজ উদ্দিন ঝন্টু, সহ প্রদর্শনী সম্পাদক দৈনিক কালবেলার মোহাম্মদ সুমন, নির্বাহী সদস্য পদে দৈনিক দেশ রূপান্তরের ফটো সাংবাদিক আকমল হোসেন, দৈনিক নয়াবাংলার ফটো সাংবাদিক এম এ হান্নান কাজল, দৈনিক বণিক বার্তার ফটো সাংবাদিক আজিম অনন নির্বাচিত হন।  

সভায় আরো বক্তব্য রাখেন ফটো সাংবাদিক মোরশেদ আলম, দৈনিক সাঙ্গুর ফটো সাংবাদিক জাহাঙ্গীর আলম, বিএনএ নিউজের ফটো সাংবাদিক বাচ্চু বড়ুয়া, দৈনিক দেশ বর্তমানের ফটো সাংবাদিক মো. হানিফ, দৈনিক পূর্বদেশের ফটো সাংবাদিক জায়েদ তালুকদার, চট্টলার খবরের ফটো সাংবাদিক ফয়সল এলাহী প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।