ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে ভাঙচুর মামলায় অভিযুক্ত ১২ জন ছাত্রলীগের কর্মী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৩
চবিতে ভাঙচুর মামলায় অভিযুক্ত ১২ জন ছাত্রলীগের কর্মী ...

চট্টগ্রাম: দুইদিন লুকোচুরির পর অবশেষে প্রকাশ্যে এলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বাসভবন ও পরিবহন পুলের গাড়ি ভাঙচুর মামলায় অভিযুক্ত আসামিদের নাম। মামলায় নাম উল্লেখ করা আসামিদের মধ্যে বেশিরভাগই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিভিন্ন উপ গ্রুপের কর্মী।

 

গত ৭ সেপ্টেম্বর রাতে শাটল ট্রেনে বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থী আহত হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে হামলা চালায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ঘটনার একদিন পর ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ ও নিরাপত্তা প্রধান শেখ মোহাম্মদ আব্দুর রাজ্জাক বাদি হয়ে হাটহাজারী থানায় দুটি মামলা দায়ের করেন।

সাতজন করে দুই মামলায় ১৪ জনের নাম উল্লেখ থাকলেও নাম প্রকাশ নিয়ে লুকোচুরি শুরু হয়।  

মামলার এজাহার অনুযায়ী উপাচার্যের বাসভবনে ভাঙচুরের মামলার আসামিরা হলেন- ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিল হোসেন আইমুন, সংস্কৃত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দীপন বণিক দীপ্ত, শিক্ষা ও গবেষণা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের রিয়াদ হাসান রাব্বি, ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নুর মোহাম্মদ মান্না, ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৌরভ ভূইয়া, পালি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আমিনুল ইসলাম ও পদার্থবিদ্যা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শফিকুল ইসলাম।  

পরিবহন দফতরে ভাঙচুর মামলার আসামিরা হলেন- দর্শন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন, পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইমরান নাজির ইমন, ফারসি ভাষা ও সাহিত্যের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আনিসুর রহমান, ইতিহাস বিভাগের ২০১৮-১৯ বিভাগের শিক্ষার্থী নাসির উদ্দিন মো. সিফাত উল্লাহ, সংস্কৃত বিভাগের ২০১৮-১৯ বিভাগের অনিক দাশ, বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অনিরুদ্ধ বিশ্বাস এবং একই বিভাগ ও শিক্ষাবর্ষের আজিমুজ্জামান।

জানা গেছে, দুই মামলায় নাম উল্লেখিত ১৪ আসামির মধ্যে ৬ জন ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন সিক্সটি নাইন গ্রুপের, ৫ জন চুজ ফ্রেন্ড উইথ কেয়ার (সিএফসি) গ্রুপের, ১ জন বিজয় গ্রুপের এবং ২ জন সাধারণ ছাত্র। এদের মধ্যে শাকিল হোসেন আইমুন, দীপন বণিক দীপ্ত, নুর মোহাম্মদ মান্না, ইমরান নাজির ইমন ও আজিমুজ্জামান শাখা ছাত্রলীগের বগিভিত্তিক চুজ ফ্রেন্ডস উইথ (সিএফসি) এর রাজনীতিতে সম্পৃক্ত। এছাড়া রিয়াদ হাসান রাব্বি, সৌরভ ভূইয়া, শফিকুল ইসলাম, আনিসুর রহমান, নাসির উদ্দিন, মো. সিফাত উল্লাহ ও অনিরুদ্ধ বিশ্বাস বগিভিত্তিক সিক্সটি নাইনের কর্মী। এছাড়া অনিক দাস বগিভিত্তিক বিজয়ের কর্মী, সাজ্জাদ হোসেন সাবেক শিক্ষার্থী ও আমিনুল ইসলাম সাধারণ শিক্ষার্থী।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, দুই মামলায় ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। যেহেতু মামলা হয়েছে, এর প্রেক্ষিতে তদন্ত প্রক্রিয়া শেষ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  

এর আগে রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার মামলার বিষয়ে সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন দুটি মামলা করেছে। আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন ফুটেজ, ভিডিও ও ঘটনাস্থল বিশ্লেষণ করে যাদেরকে পেয়েছে তাদের নাম প্রকাশ করেছে। যারা এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ মামলায় সাধারণ শিক্ষার্থীরা কোনোভাবে হয়রানির শিকার হবে না বলেও তিনি আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৩
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।