ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ৩২ বছর পর গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৩
১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ৩২ বছর পর গ্রেফতার ...

চট্টগ্রাম: আনোয়ারা থানার ডাকাতি মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি জাফরকে ৩২ বছর পর গ্রেফতার করেছে র‌্যাব-৭।

জাফর (৫৭) একই থানার পারুয়া পাড়ার আব্দুন নবীর ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার বাংলানিউজকে বলেন, ডাকাতির মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি জাফর গ্রেফতার এড়ানোর লক্ষ্যে নগরের পতেঙ্গা এলাকায় আত্মগোপনে রয়েছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার রাত পৌনে ১২টার দিকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

জাফর আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে গ্রেফতার এড়াতে দীর্ঘ ৩২ বছর ধরে নগরের বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিল।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৩
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।