ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

পুকুর পাড়ে মিললো বৃদ্ধের ঝলসানো মরদেহ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৩, সেপ্টেম্বর ১৭, ২০২৩
পুকুর পাড়ে মিললো বৃদ্ধের ঝলসানো মরদেহ  ...

চট্টগ্রাম: পটিয়ায় পুকুরের পাড়ে ঝলসে যাওয়া অবস্থায় মনির আহমদ (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শনিবার (১৬ সেপ্টেম্বর) রাতে পটিয়া পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ড থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

 

মনির আহমদ পৌরসভার উত্তর গোবিন্দারখীল ইঞ্জিনিয়ার নুরুল আলম চৌধুরী বাড়ির মৃত আবদুর রশীদের ছেলে।  

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বাংলানিউজকে বলেন, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড থেকে দগ্ধ এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।  ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৩ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।