ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

৩৫ লিটার চোলাই মদসহ যুবক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৩
৩৫ লিটার চোলাই মদসহ যুবক গ্রেফতার

চট্টগ্রাম: নগরের বন্দর থানার মধ্যম হালিশহর মুনির নগর এলাকা থেকে ৩৫ লিটার চোলাই মদসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।  

শুক্রবার (১৩ অক্টোবর) রাতে আনন্দ বাজার জেলেপাড়া কালা বাঁশি সর্দার বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

তুষার দাশ (২৩), একই এলাকার  জেলেপাড়া মঞ্জুর ভাড়া ঘরের রুবেল জলদাশের ছেলে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই বস্তায় প্রায় ৩৫ লিটার চোলাইমদসহ তুষার দাশকে গ্র্রেফতার করা হয়েছে।

উদ্ধারকৃত চোলাই মদের আনুমানিক মূল্য ১৭ হাজার ৫০০ টাকা। তার বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। শনিবার তুষার দাশের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা করা হয়েছে। এই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৩
এমআই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।