ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শাহ আমানত সেতুতে মিনিবাস উল্টে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৩
শাহ আমানত সেতুতে মিনিবাস উল্টে নিহত ১

চট্টগ্রাম: কর্ণফুলীর নদীর শাহ আমানত সেতুর ওপর মিনি বাস উল্টে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  

শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে বাকলিয়া থানা ও কর্ণফুলী মডার্ণ ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠিয়ে দেন।  

বাকলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মো. ইমরান বাংলানিউজকে জানান, শাহ আমানত ব্রীজের উপর একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই এক জনের মৃত্যু হয়।

তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ দুঘটনায় আরও ১১ জন ভর্তি হয়েছেন বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।