ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাড়ির সামনে থেকে নিখোঁজ ৬ বছরের শিশু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৩
বাড়ির সামনে থেকে নিখোঁজ ৬ বছরের শিশু নিখোঁজ শিশু

চট্টগ্রাম: বাঁশখালীর গুনাগরি-মোশারফ আলী মিয়ার বাজার সড়কের বাড়ির সামনে থেকে নূর উল্লাহ মাপি নামে ছয় বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। গত ১১ অক্টোবর শিশুটি নিখোঁজ হলেও পাঁচদিনেও খোঁজ মেলেনি।

থানায় জিডি করলেও পুলিশের কোনো তৎপরতা নেই বলে অভিযোগ পরিবারটির।  

জিডিতে উল্লেখ করা হয়েছে, শিশুটির চুল ছোট-খাট।

গায়ের রঙ শ্যামলা। কেউ শিশুটির খোঁজ পেলে এই নাম্বারে ০১৮১৫১৯৭৭২২ যোগাযোগের অনুরোধ করেছেন শিশুটির বাবা নুরুল আনছার।

শিশুটির বাবা নুরুল আনছার জানান, আমার সঙ্গে কারো কোনো শত্রুতাও নেই। গত ১১ অক্টোবর সন্ধ্যায় আমার ছেলে বাড়ির সামনে রাস্তায় যায়। ওর মা বাসায় কাজ করছিলেন। ১৫ থেকে ২০ মিনিট পর তিনি বাইরে এসে দেখেন ছেলে নেই। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুজি করেও কোথাও পাইনি। পরদিন বাঁশখালী থানায় জিডি করেছি। জিডি নম্বর-৬৬১। পুলিশের লোকজন দুইবার আসলেও তাদের কোনো তৎপরতা দেখছি না।  

অভিযোগের বিষয়ে বাঁশখালী বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরির্শক (এসআই) মুজিবুর রহমান জানান, শিশুটিকে খুঁজে বের করতে চেষ্ঠা করা হচ্ছে। কোন ক্লু পাচ্ছি না। এখানেতো আগে এ ধরনের কোনো ঘটনা হয়নি।  

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।