ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিএনপির হরতালের বিরুদ্ধে রাজপথে যুবলীগের অবস্থান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
বিএনপির হরতালের বিরুদ্ধে রাজপথে যুবলীগের অবস্থান ...

চট্টগ্রাম: বিএনপি-জামায়াতের ডাকা হরতালের নামে সহিংসতা, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে চট্টগ্রামের রাজপথে অবস্থান নিয়েছে যুবলীগ।

রোববার (২৯ অক্টোবর) সকাল থেকেই চট্টগ্রাম মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার উল আলম চৌধুরী নোবেলের নেতৃত্বে সিটি গেট থেকে কর্নেলহাট, একে খান মোড়, অলংকার মোড়, সাগরিকার মোড়, সরাইপাড়া, নয়া বাজার মোড়, বড়পোল মোড়, আগ্রাবাদ মোড়, দেওয়ানহাট মোড়, টাইগারপাস মোড়, নিউ মার্কেট মোড়, এনায়েত বাজার মোড়, কাজীর দেউড়ি মোড়, জিইসি মোড় এবং সিডিএ মার্কেট মোড়সহ বিভিন্ন এলাকায় মোটরসাইকেল শোডাউন ও অবস্থান ছিল যুবলীগের নেতাকর্মীদের।

নৈরাজ্যবিরোধী কর্মসূচি চলাকালীন পথসভায় নগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার উল আলম চৌধুরী নোবেল বলেন, বিএনপি যে একটি উগ্রবাদী সংগঠন তা আবার তাদের মহাসমাবেশের নামে হত্যাকাণ্ড ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণিত হলো। সরকার পতনের ষড়যন্ত্রে লিপ্ত হয়ে তারা শনিবারের সমাবেশ থেকে প্রধান বিচারপতির বাসভবন ভাংচুর করলো, পুলিশকে পিটিয়ে হত্যা করলো, সাংবাদিকদের ওপর হামলা করলো।

এসব ঘটনা কখনো একটি গণতান্ত্রিক দলের কর্মকাণ্ড হতে পারে না। এই অন্যায়ের চরম খেসারত তাদের দিতেই হবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওমরগণি এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক উপ আপ্যায়ন সম্পাদক হাবিবুর রহমান রিপন, ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাইফুদ্দীন সাইফুল, সাবেক ছাত্রনেতা সৈয়দ, ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল রানা, ১০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের প্রচার সম্পাদক আবু তৈয়ব, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা হোসাইন আহম্মেদ রুবেল, ২৮ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী আলো, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা নূর উদ্দিন মিল্টন, টিপু সর্দার, সাইফুল ইসলাম রবিন, ফয়সাল মাকসুদ, আরিফ মুহাম্মাদ হারুনী, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা ফারহান সোহেল, পাহাড়তলী থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ।  

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, পাহাড়তলী থানা যুবলীগ নেতা এনামুল হক আজিম, আরিফ, ফারুক, বাসু দেব, ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ড যুবলীগ নেতা সেলিম খাঁন, পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা রনি মজুমদার, আকবরশাহ্ থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা আজাদ, রাশেদ, ২৮ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা জাহিদ, ১১ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা আকবর, ৯ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা আকবর, ইমরান, পারভেজ, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের নাট্যবিষয়ক সম্পাদক ফয়সাল বিন নিজাম,পাহাড়তলী থানা ছাত্রলীগের সাংগঠনিক-সম্পাদক মো. সিরাজুল ইসলাম আকাশ, তথ্য ও গবেষণা সম্পাদক আরাফাত হোসেন বিজয়, পাহাড়তলী থানা ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম প্রান্ত, ইউসুফ তানভীর, অজয় দেব, ১২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ নেতা সিফাত হাবীব রবি, রহিম বাদশা রাফি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩ 
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।