ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রাউজানে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৬, নভেম্বর ৬, ২০২৩
রাউজানে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু ...

চট্টগ্রাম: রাউজানের বাগোয়ান ইউনিয়নে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।  

সোমবার (৬ নভেম্বর) সকাল ৯টার দিকে উত্তর গশ্চি গ্রামের ১ নম্বর ওয়ার্ডের ছিদ্দিক চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত্যুবরণকারী শিশুরা হলো- প্রবাসী মো. সালাউদ্দীনের মেয়ে সামিরা আক্তার (৫) ও কামাল উদ্দীনের মেয়ে রেখা আক্তার (৩)।  

স্থানীয়রা জানান, প্রবাসী দুই ভাইয়ের দুই মেয়ে খেলতে গিয়ে বাড়ির সদস্যদের অগোচরে পুকুরে পড়ে যায়।

খোঁজাখুজির একপর্যায়ে পুকুর থেকে তাদের উদ্ধার করে নোয়াপাড়ায় স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

নোয়াপাড়া পাইওনিয়র হাসপাতালের কর্মকর্তা মো. ওসমান জানান, পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে অজ্ঞান অবস্থায় আনা হয়। এর আগেই তাদের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৩
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।