চট্টগ্রাম: তিন দিনের শুভেচ্ছা সফর শেষে রাশিয়া নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ ‘অ্যাডমিরাল ত্রিবুতস’, ‘অ্যাডমিরাল প্যানতেলেইয়েভ’ ও জ্বালানিবাহী ট্যাংকার চট্টগ্রাম বন্দর ছেড়ে গেছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) জাহাজগুলো বন্দর ছেড়ে যায়।
সফরকালে জাহাজ তিনটির অধিনায়করা কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
পাশাপাশি রাশিয়া নৌবাহিনীর সদস্য ও বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের মধ্যে প্রীতি ফুটবল ও বাস্কেটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। জাহাজ তিনটি বাংলাদেশ ত্যাগকালে বঙ্গোপসাগরে বাংলাদেশ নৌবাহিনীর সাথে যৌথ মহড়া (PASSEX) অনুষ্ঠিত হয়। রাশিয়ার জাহাজগুলোর এই সফরের মধ্য দিয়ে দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মানোন্নয়নের পাশাপাশি উভয় দেশের নৌবাহিনীর দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে এমন আশাবাদ সংশ্লিষ্টদের।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৩
এআর/টিসি