ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বৈরী আবহাওয়ার মধ্যেও রানারদের মিলনমেলা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৩
বৈরী আবহাওয়ার মধ্যেও রানারদের মিলনমেলা ...

চট্টগ্রাম: মেঘলা আকাশ, বৃষ্টি কিছুতেই দমাতে পারেনি অদম্য রানারদের। পড়াশোনা, চাকরি, ব্যবসার সুবাদে বাংলাদেশে থাকা ১৭ দেশের রানারদের মিলনমেলা হয়ে গেল সিআরবি ঘিরে।

শুক্রবার (১৭ নভেম্বর) ভোরের আলো ফোটার আগেই সিআরবিতে জড়ো হতে থাকেন রানাররা। প্রতিষ্ঠানের বাসে, প্রাইভেট কার, গণপরিবহনে আসেন তারা।

এভারকেয়ার হাসপাতালের পৃষ্ঠপোষকতায় তৃতীয়বারের মতো ‘সিআর১০কে’ আয়োজন করে চট্টলা রানারস বাংলাদেশ।  

এবার নারী, সিনিয়র সিটিজেন, শিশুসহ বিভিন্ন ইভেন্টে চার শতাধিক রানার অংশ নেন। খুব কম রানাররাই রেইনকোট, ছাতা ব্যবহার করেছেন।  

প্রথমবার অংশ নেন ডা. ভাগ্যধন বড়ুয়া। তিনি জানান, বৈরী আবহাওয়ার মধ্যেও প্রচুর রানার অংশ নিয়েছেন। আমার খুব ভালো লেগেছে৷ ১০ কিলোমিটার শেষ করতে ১ ঘণ্টার বেশি সময় লেগেছে। নিয়মিত এ ধরনের আয়োজন করলে ভালো হয়।

সত্তরোর্ধ কবির উদ্দিন জানান, সারাদেশের রানার এসেছে। বিদেশিরা অংশ নিয়েছেন। দারুণ ব্যবস্থাপনার জন্য ধন্যবাদ।

চট্টলা রানারসের প্রতিষ্ঠাতা নৃপেন চৌধুরী জানান, বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশন, বাংলাদেশ রেলওয়ে ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সম্মতি নিয়ে প্রতিযোগিতা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
 
এভারকেয়ার হাসপাতালের পরিচালক (অপারেশন) গুরবিন্দার সিং জানান, এভারকেয়ার হাসপাতালের পক্ষ থেকে একটি মেডিক্যাল টিম গুরুত্বপূর্ণ এ প্রতিযোগিতায় দায়িত্ব পালন করেছে। আগামী বছরগুলোতে আরও বড় পরিসরে এ প্রতিযোগিতা আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করবে এভারকেয়ার।  

সিআরবি থেকে শুরু করে টাইগারপাস, লালখানবাজার, রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ মোড় ঘুরে আবার সিআরবিতে চারবার আসেন রানাররা।  

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৩
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।