ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চমেক হাসপাতালে দালাল আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
চমেক হাসপাতালে দালাল আটক ...

চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বহির্বিভাগ থেকে লায়লা নাসরিন আহমেদ (৩৪) নামে এক দালালকে আটক করেছে পুলিশ।  

সোমবার (২০ নভেম্বর) সকালে তাকে আটক করা হয় বলে জানান চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর উল্লাহ আশেক।

লায়লা নাসরিন পটিয়ার ডাঙ্গাপাড়া গ্রামের রশিদ আহমদের মেয়ে। তিনি বর্তমানে নগরের বাকলিয়া থানার শান্তিনগরের বঘারবিল এলাকায় থাকেন।

 

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর উল্লাহ আশেক বাংলানিউজকে বলেন, সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল ওই নারী। সে রোগীদের বিভিন্নভাবে হয়রানি করতো। সোমবার সকালে তাকে হাসপাতালের বহির্বিভাগ থেকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।