ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিদ্যুৎস্পৃষ্ট শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৩
বিদ্যুৎস্পৃষ্ট শিশুর মৃত্যু ...

চট্টগ্রাম: নগরের অক্সিজেন-হাটহাজারী সড়কের বালুচড়া এলাকায় ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিকিৎসাধীন এক শিশুর মৃত্যু হয়েছে।

তার নাম মো. আবির হোসেন (১২)।

সে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ড সেনানিবাস উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। বাবার নাম মো. বেলাল।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাত ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

আবির হোসেনের চাচা আক্তারুজ্জামান নাহিদ জানান, ২০ নভেম্বর দুপুরে বালুচড়া এলাকার লায়লা সুপার মার্কেটের ছাদে বিদ্যুৎপৃষ্ট হয় আবির। সেখানে একটি কোচিং সেন্টারে পড়তে গিয়েছিল। শিক্ষক আসতে দেরি হওয়ায় ছাদে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে চমেক হাসপাতাল এবং পরে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু বাঁচানো যায়নি।  

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৩ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।