ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ভবন হেলে পড়ার ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৩
ভবন হেলে পড়ার ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত কমিটি ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: নগরের বায়েজিদ থানার রৌফাবাদ হাউজিং সোসাইটির খোরশেদ ম্যানসন নামে একটি ৪ তলা ভবন হেলে পড়ার ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।  

শনিবার (২৫ নভেম্বর) রাতে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন কাট্টলি সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক।

 

তিনি বাংলানিউজকে জানান, ভবন হেলে পড়ার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালকে আহ্বায়ক করা হয়েছে।

এ কমিটি অন্যান্য সদস্যদের মধ্যে একজন  সিএমপি প্রতিনিধি, একজন সিডিএ প্রতিনিধি, একজন সিটি কর্পোরেশনের প্রতিনিধি, একজন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, একজন ফায়ার সার্ভিসের প্রতিনিধি ও একজন গণপুর্ত বিভাগের প্রতিনিধি থাকবেন।  

এর আগে সন্ধ্যায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভবনটি ঘিরে রাখে। কোনো হতাহতের ঘটনা নেই। ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে দিতে কাজ করছে সংস্থাটি।  

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।