ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নৌকার বিজয় সুনিশ্চিত করতে ঐক্যবদ্ধ নগর ছাত্রলীগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৩
নৌকার বিজয় সুনিশ্চিত করতে ঐক্যবদ্ধ নগর ছাত্রলীগ

চট্টগ্রাম: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে এবং করনীয় নির্ধারনে বিশেষ বর্ধিত সভা করেছে নগর ছাত্রলীগ।  

রোববার (১০ ডিসেম্বর) বিকেলে নগরের দারুল ফজল মার্কেটস্থ সংগঠনের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আগামী নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার শপথ নেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

সভায় বক্তারা বলেন, বাংলার মানুষ, ছাত্রসমাজ, তরুণ প্রজন্ম ও নবীন ভোটাররা তাদের জীবন, কর্ম, নিরাপত্তা, মর্যাদা-সম্পদ-সমৃদ্ধি ও স্বাধীনতার স্থায়ী ঠিকানা খুঁজে পায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মাঝে।

তাই তারা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করতে সব অপশক্তির বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়াবার শপথে বলীয়ান।

তারা আরও বলেন, শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করার শপথ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবে ছাত্রলীগ।

চট্টগ্রাম নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহাম্মেদ ইমু'র সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক জাকারিয়া দস্তগীরের সঞ্চালনায় বিশেষ বর্ধিত সভায় নগর ছাত্রলীগের সহ-সভাপতি একরামুল হক রাসেল নোমান চৌধুরী, ফররুখ আহমেমদ পাবেল, নাইম রনি, আ ফ ম সাইফুদ্দিন, সাংগঠনিক সম্পাদক শওকত আলী রনি, সম্পাদকমন্ডলীর সদস্য আমির হোসেন সোহাগ, মিনহাজুল আবেদীন সানি, আবু তারেক রনি, হাসান শাহরিয়ার, ইফতেখার রুপু, উপ সম্পাদক শফিকুল আলম পারভেজ, মোহাম্মদ আজমাইন অভিক, আলবিন নুর নাহিন, আব্দুল আহাদ, সাইফুল ইসলাম রুবেল, কাজী মাহমুদুল হাসান রনি, সহ-সম্পাদক রেজাউল করিম রিটন, সৈয়দ আনিসুর রহমান, হাসান আলী, হাবিব রহমান, মো. রাশেদ, সাব্বির সাকির, নাবির আহমেদ লিটন, মোরসেদ রহমান, শুভ ঘোষ, সদস্য মাহমুদুর রশীদ বাবু, সজীবুল ইসলাম সজীব, ইমাম উদ্দিন নয়ন, মোশরাফুল হক পাবেল, আরাফাত রুবেল, শেখর দাশ, ফরহাদ লিংকন মোহাইমিনুল ইসলাম রাহিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৩

বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।