ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

গরিবের আবাসন চ্যালেঞ্জ মেটাতে পারে সহজ শর্তের ঋণ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৩
গরিবের আবাসন চ্যালেঞ্জ মেটাতে পারে সহজ শর্তের ঋণ ...

চট্টগ্রাম: জলবায়ু পরিবর্তনের ফলে নগরে জনস্রোত বেড়ে যাওয়ায় গরিব মানুষের আবাসনের চ্যালেঞ্জ মেটাতে সহজ শর্তের ঋণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন মেয়র রেজাউল করিম চৌধুরী।  

বুধবার (২০ ডিসেম্বর) থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে কমিউনিটি গৃহ উন্নয়ন মহিলা সমিতির দ্বিতীয় বার্ষিক সাধারণ সভায় এ মন্তব্য করেন তিনি।

মেয়র বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বসতভিটা হারিয়ে দেশের নিম্নাঞ্চলের বিপুল পরিমাণ মানুষ ঢাকা, চট্টগ্রামসহ বড় শহরগুলোতে চলে আসছে। আবার, কাজের খোঁজেও অনেকে ভিড় জমাচ্ছেন শহরে।

বর্তমানে এই নগরে গরিবদের স্থায়ী আবাসন নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। অনেকে কষ্ট করে কিছুটা প্রান্তিক অঞ্চলে জমি কিনতে পারলেও বাড়ি করতে পারছে না। সহজ শর্তে ক্ষুদ্রঋণের ব্যবস্থা করতে পারলে নগর দরিদ্রের আবাসন সমস্যা অনেকাংশে কমানো সম্ভব।  

সভায় উপস্থিত ছিলেন চসিকের স্থপতি আবদুল্লাহ আল ওমর, বস্তি উন্নয়ন কর্মকর্তা মঈনুল হোসেন আলী চৌধুরী, ইউএনডিপির টাউন ম্যানেজার সরোয়ার হোসেন খান, সমিতির সভাপতি নুর জাহান বেগম প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।