ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নৌকার বিজয় হলে জনগণের বিজয় হবে: মোতাহেরুল ইসলাম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৩
নৌকার বিজয় হলে জনগণের বিজয় হবে: মোতাহেরুল ইসলাম

চট্টগ্রাম:  দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, নৌকার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তা কাজে লাগাতে হবে। নৌকা এদেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে প্রেরণার উৎস।

নৌকা মানে জনগণের কল্যাণ, অধিকার প্রতিষ্ঠা, দেশের মর্যাদা বৃদ্ধি, সাম্প্রদায়িক শক্তির পিছু হঠা। নৌকার বিজয় হলে দেশ ও জনগণের বিজয় হবে।
কারণ নৌকা এ দেশের জনগণের সাথে কখনো বেঈমানি করেনি। আমরা মুক্তিযুদ্ধের চেতনা ও সাম্প্রদায়িক সম্প্রীতির স্বদেশভূমি দেখতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে।  

শুক্রবার (২২ ডিসেম্বর) উপজেলার জিরি ইউনিয়নের থানামহিরা, কৈয়গ্রাম, মালিয়ারা, নিশ্চিতাপুর, ফকিরা মসজিদ, জিরি মাদ্রাসা, মহিরাহিখাইন, শান্তিরহাটসহ বিভিন্ন এলাকায় গনসংযোগকালে তিনি এ কথা বলেন। গনসংযোগের পূর্বে জিরি ইউনিয়নে নৌকার নিবার্চনী ক্যাম্পের উদ্বোধন করেন তিনি।  

এ সময় তার সাথে ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগ সাবেক সভাপতি মাঈনুদ্দিন হাসান চৌধুরী,দক্ষিণ জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ  দাশ, সাংগঠনিক সম্পাদক আমম টিপু সুলতান চৌধুরী, রাওয়ার সাবেক চেয়ারম্যান মেজর (অব.) এম আলাউদ্দিন ভুইয়া বীর বিক্রম, পৌর মেয়র আইয়ুব বাবুল, পটিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদ, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা একেএম আবদুল মতিন চৌধুরী, সিরাজুল ইসলাম মাস্টার, ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবন, মোজাহেরুল আলম চৌধুরী, মোহাম্মদ নাছির, চৌধুরী আবুল কালাম আজাদ, মোহাম্মদ ছৈয়দ, ঋষি বিশ্বাস, আজিমুল হক, জিরি চেয়ারম্যান আমিনুর ইসলাম খান টিপু, কপিল উদ্দীন সিরাজ, মহসিন, মতুর্জা কামাল মুন্সী, ফরিদ, বীর মুক্তিযোদ্ধা আলী আহমদ, বীর মুক্তিযোদ্ধা শেখ বদিউল আলম, বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, এনায়েত মোস্তফা রুমেল, জসীম উদ্দীন, পেয়ার মোহাম্মদ, মাস্টার রিটন নাথ, এহসানুল হক, শাহাজাহান বাহাদুর, মো. মহিউদ্দীন, খোরশেদ আলম, মেজবাহ উদ্দীন সোহেল, আব্দুর রহিম রানা, ফরহাদুল ইসলাম খান, মহিউদ্দিন, এনাম, জামাল, ছগির আহমদ, ছৈয়দ গোলাম সোবহান, মীর জাকারিয়া, শিবু পদ মল্লিক, আজিজুল হক, মো. আয়াছ, হাবিব জয়, ইদ্রিস, রাসেদ, এম শওকত, এমরান উদ্দীন, হামিদ সিকদার রনি, রিফাত প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।