ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সংসদ নির্বাচন: মীরসরাইয়ে দিনভর নৌকার প্রার্থীর প্রচারণা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৬, ডিসেম্বর ৩০, ২০২৩
সংসদ নির্বাচন: মীরসরাইয়ে দিনভর নৌকার প্রার্থীর প্রচারণা

চট্টগ্রাম: চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের নৌকার প্রচারণা চালিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাহবুব উর রহমান রুহেল।  

শনিবার (৩০ ডিসেম্বর) উপজেলার ৭ নম্বর কাটাছড়া ইউনিয়নে উঠান বৈঠক ও গণসংযোগ করেন তিনি।

 

ইকোনমিক জোন প্রতিষ্ঠার ইতিহাসের সাথে জড়িত রুহেল সবার কথা শুনে সেসব সমাধানের রোডম্যাপ ও দেখিয়ে দিচ্ছেন।  

এসময় রুহেল বলেন, মিরসরাই ইকোনমিক জোনের কারণে কাটাছড়া ইউনিয়ন গ্রোথ সেন্টারে পরিণত হতে যাচ্ছে।

ইকোনমিক জোন এর সংযোগ সড়ক এই এলাকাকে আমূল বদলে দিবে। এলাকাবাসীর জন্য আন্তর্জাতিক মানের ট্রেনিং সেন্টার করার আশ্বাসও দেন রুহেল।  

এ সময় জেলা ও উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৩
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।