ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া ইমানি দায়িত্ব: নওফেল

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৪
পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া ইমানি দায়িত্ব: নওফেল

চট্টগ্রাম: ভোটকেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া একটি ইমানি দায়িত্ব। এই দায়িত্ব পালনে যদি কেউ বাধা দেয় তাকে কঠোর দণ্ড ভোগ করতে হবে।

ভোটাররা আমাকে ভোট দিয়ে বিজয়ী করলে আমি আমার এই নির্বাচনী এলাকাকে স্মার্ট এলাকায় পরিণত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করে যাব।  

বুধবার (৩ জানুয়ারি) গণসংযোগকালে ভোটারদের উদ্দেশে এসব কথা বলেন চট্টগ্রাম-৯ সংসদীয় আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

 

বুধবার ওয়াসার মোড়ের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় মিলনায়তনে চট্টগ্রাম-৯ সংসদীয় আসনে নৌকা প্রতীকের পক্ষে নিয়োজিত পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি একথা বলেন।  

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও নগর আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, সাংগঠনিক সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব শফিক আদনান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক জালাল উদ্দিন ইকবাল, নির্বাহী সদস্য আহমদ ইলিয়াছ, সিনিয়র্স ক্লাবের সাবেক সভাপতি ডা. সেলিম আকতার চৌধুরী, এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বোরহানুল হাসান চৌধুরী সালেহীন, থানা, ওয়ার্ড, ইউনিট ও সহযোগী সংগঠনের নেতাসহ পোলিং এজেন্টরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।