ঢাকা, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৭, জানুয়ারি ৬, ২০২৪
হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু ...

চট্টগ্রাম: হাটহাজারীর ইসলামিয়া হাট এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় এক নারীর মৃত্যু হয়েছে।  

শনিবার (০৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মরিয়ম বেগম (৫০) নামের ওই নারীর বাড়ি উত্তর মাদার্শা রহমত ঘোনা এলাকায়। তার স্বামীর নাম মোহাম্মদ মিয়া।

 

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে ট্রাকটি আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে গেছে।

হাটহাজারী থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, হাটহাজারীমুখি দ্রুতগামী ট্রাক চাপায় ঘটনাস্থলেই মরিয়ম বেগমের মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ট্রাক জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।