ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ভোট দিতে বাধা, চট্টগ্রামে পুলিশ-বিএনপি সংঘর্ষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
ভোট দিতে বাধা, চট্টগ্রামে পুলিশ-বিএনপি সংঘর্ষ ...

চট্টগ্রাম: নগরের চান্দগাঁওয়ে পুলিশের সঙ্গে বিএনপির সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে চান্দগাঁও মৌলভী পুকুর পাড় এলাকায় এ সংঘর্ষ হয়।

বিএনপি নেতাকর্মীরা ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ায় সময় পুলিশ ধাওয়া দিলে নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে ও ককটেল বিস্ফোরণ ঘটায় বলে জানিয়েছেন পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচন বর্জন ও চলমান হরতালের সমর্থনে সকাল সাড়ে আটটার দিকে আরাকান সড়কে অবস্থান নেন বিএনপির প্রায় দেড় শতাধিক নেতা-কর্মী।

এ সময় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে এবং ভোট বর্জনের দাবিতে স্লোগান দেয় তারা।  

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বাংলানিউজকে জানান, বিএনপির নেতা-কর্মীরা ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ার সময় পুলিশ সেখানে যায়৷ এসময় তারা পুলিশের ওপর চড়াও হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।