ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাতকানিয়ায় ভোটকেন্দ্রের পাশে ককটেল বিস্ফোরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
সাতকানিয়ায় ভোটকেন্দ্রের পাশে ককটেল বিস্ফোরণ ...

চট্টগ্রাম: চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া আংশিক) আসনের সাতকানিয়ায় একটি ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এ সময় ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে সাতকানিয়া পৌরসভার মডেল হাইস্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে।

কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্য লোকমান হাকিম জানান, সকাল ৯টার দিকে ভোটকেন্দ্রের দক্ষিণ পাশে রাস্তায় ৫টি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

এ সময় ২টি ককটেল বিস্ফোরণ হয়। পরে অবিস্ফোরিত ৩টি ককটেল নিস্ক্রিয় করা হয়।

সাতকানিয়া মডেল হাইস্কুল কেন্দ্রের প্রিসাইডিং অফিসার রনি দাশ জানান, ককটেল বিস্ফোরণের সময় কেন্দ্র ও আশপাশের এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। ককটেল বিস্ফোরণের পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। ভোটাররা ভোট দিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
এমআই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।