ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে দুই প্রার্থীর সমর্থকদের মারামারি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
বাঁশখালীতে দুই প্রার্থীর সমর্থকদের মারামারি  ...

চট্টগ্রাম: চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের এক কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উত্তেজনা তৈরি হলে ভোটারদের মধ্যে ভয়ভীতি তৈরি হয়।

 

এসময় অনেকে ভোটকেন্দ্র ছেড়ে দিগ্বিদিক দৌড়াদৌড়ি করতে থাকেন। পরে পুলিশ এসে দুই পক্ষকে ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।

রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে বাঁশখালীর চাম্বল ইউনিয়নের চূড়ান্তমুড়া আহমদিয়া পাড়া এবতেদায়ী মাদ্রাসা কেন্দ্রে এই ঘটনা ঘটে।

কেন্দ্রের বাইরে নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান ও স্বতন্ত্র প্রার্থীর মুজিবুর রহমানের সমর্থকরা সকাল থেকেই অপেক্ষা করছিলেন। সেখানে চাম্বল ইউনিয়ন পরিষদের সদস্য জসিম উদ্দিন তার সমর্থকদের নিয়ে নৌকার পক্ষে ভোট দিতে ভোটারদের প্রলুব্ধ করছিলেন। পরে বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন ঈগলের সমর্থকেরা। এসময় দুইপক্ষের সমর্থকেরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়।  

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪ 
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।