ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে ভোটকেন্দ্রে ইউপি সদস্যের ওপর হামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৩, জানুয়ারি ৭, ২০২৪
বোয়ালখালীতে ভোটকেন্দ্রে ইউপি সদস্যের ওপর হামলা ...

চট্টগ্রাম: বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে ইউপি সদস্য সুরেশ চৌধুরীর ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে তার মাথা ফেটে যায়।

রোববার (৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে দক্ষিণ সারোয়াতলী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

সুরেশ চৌধুরী স্বতন্ত্র প্রার্থী বিজয় কুমার চৌধুরী কিষানের সমর্থক বলে জানা গেছে।

আহত সুরেশ চৌধুরী বলেন, ‘কেটলি প্রতীকের সমর্থকরা হঠাৎ হামলা চালিয়ে আমাকে মারধর শুরু করে। এতে আমার মাথা ফেটে যায়। পরে এলাকাবাসী ধাওয়া দিলে তারা পালিয়ে যায়’।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।