ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চান্দগাঁওয়ে সংঘর্ষের ঘটনায় ১২ আসামি গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৪
চান্দগাঁওয়ে সংঘর্ষের ঘটনায় ১২ আসামি গ্রেফতার ফাইল ছবি

চট্টগ্রাম: নগরের চান্দগাঁও মৌলভী পুকুর পাড় এলাকায় ভোটের দিন রোববার (৭ জানুয়ারি) ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাংচুর ও টায়ারে আগুন দিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় গ্রেফতার ১২ আসামিকে আদালতে চালান দেওয়া হয়েছে। তারা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।

এ ঘটনায় ৪৫ জনের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা হয়েছে। বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনের এ মামলা করা হয়।

সোমবার (৮ জানুয়ারি) চান্দগাঁও থানার ওসি জাহেদুল কবির বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  

তিনি জানান, চান্দগাঁও থানাধীন মৌলভী পুকুর পাড়স্থ আল হেকমত ইন্টারন্যাশনাল স্কুলের সামনে পাকা রাস্তায় রোববার পুলিশের সঙ্গে বিএনপির এ সংঘর্ষের ঘটনা ঘটে। নির্বাচন বানচালসহ সাধারণ ভোটারদের কেন্দ্রে আসতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ভোট কেন্দ্রে প্রবেশ করে দরজা, জানালা ভাঙচুর, রাস্তায় ককটেল বিস্ফোরণ, রাস্তায় গাড়ি ভাংচুর ও রাস্তায় টায়ারে আগুন দিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির মাধ্যমে নাশকতা করে জনমনে ভীতি সৃষ্টি করেছিল আসামিরা।

অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানান ওসি।  

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।