ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নওফেল শিক্ষা মন্ত্রী হওয়ায় আনন্দ মিছিল 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৪
নওফেল শিক্ষা মন্ত্রী হওয়ায় আনন্দ মিছিল 

চট্টগ্রাম: চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনের সংসদ সদস্য মহিবুল হাসান চৌধুরী নওফেল শিক্ষা মন্ত্রী করায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে নগরের সিনেমা প্যালেস হতে আনন্দ মিছিলটি লালদীঘি, আন্দরকিল্লা হয়ে চেরাগী মোড়ে এসে শেষ হয়।

সেখানে উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

পরে মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী'র সভপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল আলম মিয়া, ৩৪নং ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগীর, ৩২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশীষ ভট্টাচার্য্য, আবু হোসেন আবু, শিবু প্রসাদ চৌধুরী, রতন আচার্য্য, ফজলুল আমীন, কাজী হেলাল উদ্দিন, বিপ্লব চৌধুরী প্রতাপ, লিটন দাশ, শিল্পী গুহ, রেহেনা আক্তার, মোজাম্মেল হক মানিক,সন্জীব বিশ্বাস সাজু, পঙ্কজ রায়, উৎপল দাশ, সুমন রায় চৌধুরী, তাপস দে, বলাই চক্রবর্তী, নিপু শম্মা, জয় চৌধুরী, মো. জাহেদ, মনিরুল হক মুন্না, শাহজাহান রুবেল, রাজীব সিকদার, আবু তাহের রানা, তৌহিদুল ইসলাম মিথুন, মনিরুল ইসলা, আনোয়ার হোসেন পলাশ, আবদুল্লাহ আল সাইমুন, জুবায়ের আলম আশিক, ইয়াছির আরাফাত রিকু, শুভ দত্ত, ইসমাইল সাকিব, রমজান আলী, বিশাল হাজারী, অভি চক্রবর্ত্তী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।