ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৪
সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু  প্রতীকী ছবি।

চট্টগ্রাম: সীতাকুণ্ডের পোর্ট লিংক কনটেইনার ডিপোতে কন্টেইনার কালমারের চাকায় পিষ্ট হয়ে মো. সালাউদ্দীন (৫২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ জানুয়ারি) ভোরে  ভানুবাজারে কনটেইনার কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

সালাউদ্দীন (৫২) নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার শীধরপুরের হাবীবুল্লাহ’র ছেলে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বাংলানিউজকে জানান, পোর্টলিংক কন্টেইনার ডিপোর ভেতর কন্টেইনার কালমারের চাকায় পিষ্ট হয়ে এক শ্রমিক গুরুতর আহত হয়।

পরে চমেক হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৪
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।