ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চা পাতা না নিলে মিলে না টিসিবি’র পণ্য!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৪
চা পাতা না নিলে মিলে না টিসিবি’র পণ্য! ...

চট্টগ্রাম: প্যাকেজে না থাকলেও ডিলারের ইচ্ছায় মানহীন চা পাতা গছিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। কোনো গ্রাহক এ প্যাকেজ নিতে অস্বীকৃতি জানালে পণ্য দিতে চান না ডিলারের নিয়োজিত বিক্রয়কর্মীরা।

 

নগরের ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে টিসিবি’র পণ্য বিক্রিতে চলছে এমন তুঘলকি কাণ্ড।  

সরেজমিন দেখা গেছে, ৪৭০ টাকার প্যাকেজে নেওয়া হচ্ছে ৫৪০ টাকা।

৫ কেজি চাল, ২ কেজি মশুর ডাল ও ২ লিটার সয়াবিন তেলের সঙ্গে গছিয়ে দেওয়া হচ্ছে ৭০ টাকা দামের মানহীন-ঠিকানাবিহীন চা পাতা। কেউ নিতে না চাইলে তাদের মালামাল দেন না বিক্রয়কর্মীরা। পশ্চিম বাকলিয়ায় পুরাতন ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে বিক্রি হওয়া এসব টিসিবির পণ্যের ডিলার বিসমিল্লাহ ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠান। সারাদিন বিক্রির কথা থাকলেও এখানে বিকাল ৫টার পর থেকে মালামাল বিতরণ শুরু হয়। সরু গলি হওয়ায় প্রায়শই সৃষ্টি হয় বিশৃঙ্খলা।  

গ্রাহকদের নাম সর্বস্ব পণ্য ধরিয়ে দেওয়ার বিষয়টি স্বীকার করে বিসমিল্লাহ ট্রেডিং এর মালিক সরোয়ার টিটু বাংলানিউজকে বলেন, একটি আড়াইশ গ্রাম চা পাতার প্যাকেট দেওয়া হয়, তবে সেটা বাধ্যতামূলক নয়। কেউ নিতে আগ্রহ প্রকাশ করলে তখনই তাকে দেওয়া হয়। চা পাতার সঙ্গে টিসিবির প্যাকেজের কোনো সংশ্লিষ্টতা নেই।  টিসিবির পণ্য নিতে আমার কাছে অনেকে অবৈধ আবদার করেন। তাদের আবদার পূরণ করতে না পারায় আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।  

১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শহিদুল আলম বলেন, টিসিবির পণ্য বিক্রিতে প্যাকেজের বাহিরে অন্য পণ্য গছিয়ে দেওয়ার সুযোগ নেই। কোনো ডিলার এমন কাজ করে থাকলে আমরা খোঁজ নিব। আমাদের কাছে কোনো ভুক্তভোগী অভিযোগ দিলে ওই ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।  
 
টিসিবি চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক সাদ্দাম হোসাইন বাংলানিউজকে বলেন, টিসিবির পণ্যের সঙ্গে অন্য পণ্য যোগ করে বিক্রির সুযোগ নেই। যদি কেউ করে থাকে, তাহলে ওই ডিলারের নাম এবং তথ্য দিলে আমরা ব্যবস্থা নিবো।  

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৪
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।