ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিকল্প ধারার মহাসচিব ও তার স্ত্রীর জামিন মঞ্জুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৪
বিকল্প ধারার মহাসচিব ও তার স্ত্রীর জামিন মঞ্জুর প্রতীকী ছবি

চট্টগ্রাম: চেক ডিজঅনার মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সংসদ সদস্য বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান ও তার স্ত্রী উম্মে কুলসুমা মান্নানের জামিন মঞ্জুর করেছেন আদালত।  

বুধবার (৭ ফেব্রুয়ারি)  চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুন্নেছার আদালত জামিনের আদেশ দেন।

 

এর আগে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামের চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ রাজিয়া সুলতানার আদালত কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন।   

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চেক ডিজঅনার মামলায় (নম্বর- ৩৩৯৮/২৩) সিআর মামলা নম্বর- ৯৮৫/২০ (ডবলমুরিং) ধারা-এন.আই অ্যাক্টের-১৩৮ আসামি মেজর (অব.) আব্দুল মান্নান  ও উম্মে কুলসুমা মান্নান।

এই মামলায় আদালত রায় দিয়েছিলেন। রায়ে দণ্ডিত হন মেজর (অব.) আব্দুল মান্নান ও তার স্ত্রী উম্মে কুলসুমা মান্নান।  

আদালতের স্টেনোগ্রাফার দীপেন দাশগুপ্ত বাংলানিউজকে বলেন, চেক ডিজঅনার মামলায় কারাগারে থাকা মেজর (অব.) আব্দুল মান্নান ও তার স্ত্রী উম্মে কুলসুমা মান্নানের জামিন আবেদন করা হয়। আদালত শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।  

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।