ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৯, ফেব্রুয়ারি ৭, ২০২৪
সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু প্রতীকী ছবি

চট্টগ্রাম: সীতাকুণ্ডের কুমিরায় ট্রেনে কাটা পড়ে সাজ্জাদ হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকাল চারটার দিকে উপজেলার ছোট কুমিরা রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাজ্জাদ উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর গ্রামের মৃত মোহাম্মদ রফিকের ছেলে।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমজাদ হোসেন বলেন, বিকেল ৪টার দিকে ঢাকাগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হন।

খবর পেয়ে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।