ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পতাকা উত্তোলন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৪
পতাকা উত্তোলন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: বাঁশখালীর চাম্বলে নিজের দোকানে শহীদ দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে এক ব্যবসায়ীর বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে নিজ হার্ডওয়্যার দোকানের সামনে জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন প্রকাশ কর্মকার (২৬)।

পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত প্রকাশ চাম্বল ইউ‌নিয়নের ৭নং ওয়ার্ডের পূর্ব চাম্বল কর্মকার পাড়া‌র কমল কর্মকারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বাংলানিউজকে বলেন, দোকানে পতাকা উত্তোলন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন প্রকাশ কর্মকার। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।