ঢাকা, সোমবার, ৪ কার্তিক ১৪৩২, ২০ অক্টোবর ২০২৫, ২৭ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে রাস্তায় মিললো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫২, অক্টোবর ২০, ২০২৫
চট্টগ্রামে রাস্তায় মিললো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ  শামিম মাসুদ খান (২৬)

চট্টগ্রাম: নগরের বন্দর থানাধীন বে-টার্মিনাল এলাকা থেকে শামিম মাসুদ খান (২৬) নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।  

রোববার (১৯ অক্টোবর) দুপুরে লাশটি উদ্ধার করে পুলিশ।

 

শামিম মাসুদ খান আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, স্থানীয়রা তাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

হালিশহর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শামিম মাসুদ খানকে উদ্ধার করে। এ সময় শামিমের শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিক অনুসন্ধানের পর  এ ঘটনার তদন্তভার বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর জোনের সহকারী কমিশনার (এসি) মাহমুদুল হাসান বাংলানিউজকে বলেন, বন্দর থানাধীন বে-টার্মিনাল এলাকা থেকে শামিম মাসুদ খান নামের এক শিক্ষার্থীর লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। কী কারণে মৃত্যু হয়েছে, সেটা তদন্ত করা হচ্ছে।  

এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।