ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অনিয়ম পেয়ে হাসপাতাল বন্ধ করে দিলেন সিভিল সার্জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, মার্চ ৪, ২০২৪
অনিয়ম পেয়ে হাসপাতাল বন্ধ করে দিলেন সিভিল সার্জন ...

চট্টগ্রাম: নগরের সেন্ট্রাল সিটি হাসপাতাল নামে একটি বেসরকারি হাসপাতাল বন্ধ করে দেওয়া হযেছে।

সোমবার (৪ মার্চ) দুপুরের দিকে অভিযান চালিয়ে নগরের প্রবর্তক মোড় এলাকার এই সেন্ট্রাল সিটি হাসপাতালের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

তিনি বলেন, নিয়ম অনুযায়ী যে পরিমাণ ডাক্তার থাকার কথা সে পরিমাণ ডাক্তারের উপস্থিতি আমরা দেখতে পাইনি। তাদের ল্যাবও অযোগ্য লোক কাজ করছে।

এছাড়া হাসপাতালটিতে পর্যাপ্ত নার্স নেই। এসব অভিযোগে সেন্ট্রাল সিটি হাসপাতাল নামে এক হাসপাতাল বন্ধ ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, মার্চ ৪, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।