ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘আমার চোখে বঙ্গবন্ধু’ ভিডিওচিত্রে সেরা হাটহাজারী 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, জুন ২, ২০২৪
‘আমার চোখে বঙ্গবন্ধু’ ভিডিওচিত্রে সেরা হাটহাজারী  ...

চট্টগ্রাম: ‘আমার চোখে বঙ্গবন্ধু’ এক মিনিটের ভিডিওচিত্র প্রতিযোগিতায় হাটহাজারী থেকে আবুল খায়ের সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয়ভাবে প্রথম স্থান অধিকার করেছে ।

রোববার (২ জুন) গণভবনে বিজয়ী শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।

 

বিজয়ী শিক্ষার্থীরা হলেন, মিত্তিকা ফায়েজ, আন্না বড়ুয়া, নুর হাবীবা, প্রিয়ম, আলভী আফরোজ, উদভা মাহদী লামিছা, জান্নাতুল কাওসার তাসফি, উম্মে তাসনুভা হোসাইন সোহানা, ফাম্মী বিনতে ফরিদ, আসিফা তাবাসসুম সালমা ও মীর মুনতাহা ইসলাম।

প্রথমবারের মতো ‘আমার চোখে বঙ্গবন্ধু’ এক মিনিটের ভিডিওচিত্র প্রতিযোগিতাটি শুরু হয় ২০২৩ সালের জুলাই মাসে।

প্রতিযোগিতায় এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের পর সর্বশেষ জাতীয় পর্যায়েও বিজয়ী হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী থেকে পুরস্কার গ্রহণ একটি অনন্য স্বপ্নের বাস্তবায়ন। এ ভিডিওচিত্র তৈরিতে আমি পরিকল্পনা দিলেও অন্য শিক্ষকরা অনেক পরিশ্রম করেছেন। শিক্ষার্থীরা দলীয়ভাবে উপস্থাপন করেছে। এজন্য সবচেয়ে বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালামের কাছে, যিনি সর্বোচ্চ উৎসাহ দিয়ে এ ধরনের কাজে সহায়তা করেছেন। এ বিজয় এ বিদ্যালয়ের নয়, এ বিজয় সমগ্র হাটহাজারীর, সমগ্র চট্টগ্রামের।

গণভবনে পুরস্কার গ্রহণের সময় আরও উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিজয় শিক্ষার্থীদের অভিভাবকরা।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জুন ২, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।