ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নিশান সাফারি গাড়ি আটক করলো শুল্ক গোয়েন্দা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
নিশান সাফারি গাড়ি আটক করলো শুল্ক গোয়েন্দা ...

চট্টগ্রাম: নগরের পশ্চিম খুলশীর হাছান টাওয়ার-১ থেকে নিশান সাফারি গাড়ি আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।  

সোমবার (২৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাড়িটি আটক করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বিল্লাল হোসেন।  

তিনি জানান, গাড়িটির বর্তমান মালিকের প্রতিনিধি মো. পারভেজ উদ্দিন আমদানি সংক্রান্ত কোনো দলিলাদি দেখাতে পারেননি।

তিনি একটি হলফনামা দেখান। তাতে দেখা যায়, মো. ওসমান গনি মেঘনা সিডস ক্রাসিং লিমিটেডের কাছ থেকে দেড় কোটি টাকায় গাড়িটি কিনেছেন, যাবতীয় কাগজ বুঝে পেয়েছেন এবং সরকারি রাজস্ব সংক্রান্ত কোনো জটিলতা তৈরি হলে তিনি দায় বহন করবেন। কাস্টম হাউস চট্টগ্রামে গাড়ির চেসিস নম্বর, ইঞ্জিন নম্বর, মডেল, সিসি, রং, ব্রান্ড চেয়ে চিঠি দিলে কোনো বিল অব এন্ট্রি দাখিল হয়নি বলে জানায়। বিআরটিএও কিছু জানাতে পারেনি রেজিস্ট্রেশন সম্পর্কে। তাই গাড়িটি আটক করে কাস্টম হাউসের গুদামে জমা দেওয়া হয়েছে।

তিনি জানান, গাড়িটির মোট আমদানি শুল্ক ৮২৭ শতাংশ এবং আনুমানিক শুল্ককর ১০ কোটি টাকা।  

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।