ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দোহাজারী বাজারে ৫ দোকানিকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
দোহাজারী বাজারে ৫ দোকানিকে জরিমানা ...

চট্টগ্রাম: চন্দনাইশের ৫ দোকানিকে ১০ হাজার জরিমানা করেছেন উপজেলা প্রশাসন।  

সোমবার (২৫ নভেম্বর) বিকালে দোহাজারী বাজারে এ অভিযান চালানো হয়।

অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।  

তিনি বাংলানিউজকে বলেন, সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে ৫ দোকানিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯  এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে চন্দনাইশ থানা পুলিশের একটি দল ও ভূমি অফিসের কর্মচারীরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।  

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।