ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কাঠের গুঁড়োর সঙ্গে রং মিশিয়ে মরিচ, হলুদ গুঁড়ো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, জুন ৫, ২০২৪
কাঠের গুঁড়োর সঙ্গে রং মিশিয়ে মরিচ, হলুদ গুঁড়ো

চট্টগ্রাম: করাতকলের কাঠের মিহি গুঁড়ার সঙ্গে রং, মরিচ, হলুদ মিশিয়ে বাজারজাত করা হচ্ছে। খাতুনগঞ্জের এমন তিনটি কারখানায় অভিযান চালিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

 এর মধ্যে রয়েছে সেবা গলির আল আমিন ক্রাসিং মিল, মোল্লা মার্কেটের আলম ক্রাসিং মিল ও হেলাল ক্রাসিং মিল।  

বুধবার (৫ জুন) দুপুরে খাতুনগঞ্জে এ অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সোবহানের নেতৃত্বে অভিযানে সহায়তা করেন মহানগর পুলিশের একটি টিম। এসময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ বশির আহম্মেদ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, কাঠের ভুষি, ক্ষতিকর রং মিশিয়ে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া তৈরি করছে মনে হয়েছে। নমুনা সংগ্রহ করেছি আমরা। তিনটি কারখানার মালিক পলাতক। তাই কারখানায় আমরা তালা মেরে দিয়েছি। এ বিষয়ে মামলাসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, আন্দরকিল্লার আল মদিনা হোটেল ও রেস্টুরেন্ট নোংরা রান্নাঘর, ফ্রিজে রান্না ও কাঁচা খাবার একত্রে সংরক্ষণ, ছাপানো নিউজপ্রিন্টে মুড়িয়ে খাবার সংরক্ষণ, বাসি খাবার সংরক্ষণের অপরাধে নিয়মিত মামলার সিদ্ধান্ত হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, জুন ০৫, ২০২৪
এআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।