ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

লোহাগাড়ায় উপজেলা চেয়ারম্যান খোরশেদ, ভাইস চেয়ারম্যান মামুন-জেছমিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৩ ঘণ্টা, জুন ৫, ২০২৪
লোহাগাড়ায় উপজেলা চেয়ারম্যান খোরশেদ, ভাইস চেয়ারম্যান মামুন-জেছমিন ...

চট্টগ্রাম: লোহাগাড়া উপজেলা পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম চৌধুরী। ১ হাজার ১০৬ ভোটের ব্যবধানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিরাজুল ইসলাম চৌধুরীকে হারিয়েছেন তিনি।

 

খোরশেদ আলম চৌধুরী পেয়েছেন ৩০ হাজার ৮৯৯ ভোট, আর ২৯ হাজার ৭৯৩ ভোট সিরাজুল ইসলামের। অন্যদিকে প্রবাসী সৈয়দ আবদুল মাবুদ পেয়েছেন মাত্র ২ হাজার ৯১৪ ভোট।

বুধবার (৫ জুন) রাত ৯টার দিকে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন নির্বাচনের সহাকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হাসান।  

নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো. সরওয়ার মামুন ৪৩ হাজার ১২০ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সদস্য জমিল উদ্দিন জামিল পেয়েছেন ১১ হাজার ৮৫৬ ভোট। ৭ হাজার ১৬৩ ভোটে তৃতীয় হয়েছেন ফরহাদুল ইসলাম।  

মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেছমিন আকতার ৩৬ হাজার ৯ ভোটে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহীন আক্তার পেয়েছেন ২৫ হাজার ৪৪১ ভোট।

বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, জুন ৫, ২০২৪
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।