ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আনোয়ারায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, জুন ৭, ২০২৪
আনোয়ারায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ ...

চট্টগ্রাম: আনোয়ারায় প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে একই স্থানে উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপের আনন্দ মিছিল ও আলোচনা সভাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।  

শুক্রবার (৭ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সেন্টার এলাকার এ ঘটনা ঘটে।

দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী ও বরুমছড়ার সাবেক ইউপি চেয়ারম্যানসহ অন্তত ১৫ জন।

এদের মধ্যে অধ্যাপক এমএ মান্নান চৌধুরীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

খবর পেয়ে আনোয়ারা থানা পুলিশ ও বন্দর ফাঁড়ি পুলিশের একাধিক টিম এলাকায় মোতায়েন করা রয়েছেন। এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদ বাংলানিউজকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আহতদের উদ্ধার করে মেডিক্যালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, জুন ৭, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।