ঢাকা, মঙ্গলবার, ৪ আষাঢ় ১৪৩১, ১৮ জুন ২০২৪, ১০ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে ভ্যান উল্টে শিশুসহ আহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, জুন ১৫, ২০২৪
বোয়ালখালীতে ভ্যান উল্টে শিশুসহ আহত ৩

চট্টগ্রাম: বোয়ালখালীতে থ্রি হুইলার ভ্যান গাড়ি (ভটভটি) নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে ৩ জন আহত হয়েছে।

শনিবার (১৫ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার  দক্ষিণ সারোয়াতলী ইমামুল্লারচর শোকর আলী শাহ মাজার গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় সারোয়াতলী ইমতিয়াজ হোসেন (৮), মো. সাগর (১৮) ও ভ্যান চালক মিলন (৪৫) আহত হয়েছেন।  

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে ভ্যানগাড়িটি সড়ক থাকা এক শিশুকে চাপা দিয়ে বিলে পড়ে যায়।

গাড়ির সামনের সিটে চালক ও হেলপার বসে ছিলেন। তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাবিলা জানান, আহত ইমতিয়াজ হোসেন ও মো. সাগরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, জুন ১৫, ২০২৪
এমআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।