ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আষাঢ় ১৪৩১, ২৭ জুন ২০২৪, ১৯ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মোহছেন আউলিয়ার ওরসে ভক্তের ঢল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, জুন ২০, ২০২৪
মোহছেন আউলিয়ার ওরসে ভক্তের ঢল ...

চট্টগ্রাম: বৈরী আবহাওয়ার মধ্যেও হাজার হাজার ভক্ত আশেকানের ঢল আধ্যাত্মিক সাধক হজরত শাহ মোহছেন আউলিয়ার (র.) ওরসে।  

বৃহস্পতিবার (২০ জুন) আনোয়ারার রুস্তম হাটের মাজার প্রাঙ্গণে ওরস উপলক্ষে দূর-দূরান্ত থেকে ভিড় করছেন ভক্তরা।

জেয়ারত, কোরআন তেলাওয়াত, দরুদ, জিকির, মিলাদ, কিয়ামে ভাবগম্ভীর পরিবেশ ওরসের।  

ওরসের আগেই নতুন নকশায় দৃষ্টিনন্দন মাজার কমপ্লেক্সে পুনঃনির্মাণের কাজ শেষ করছে আলহাজ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট।

নতুন স্থাপনা দেখে মুগ্ধ আশেকরা।

নিরাপত্তা ও যানজট নিরসনে থানা প্রশাসন কাজ করছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ বাংলানিউজকে সকাল সাড়ে ১১টায় জানান, ওরসে ভক্ত আশেকানদের ঢল নেমেছে। সড়ক সরু হওয়ায় আমরা একদিকে ঢোকার এবং অন্যদিকে বের হওয়ার ব্যবস্থা করেছি। এখনো যানজট হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছেন।
 
মাজার পরিচালনা ও ওরস উদযাপন কমিটির যুগ্ম মতোয়াল্লি এসএম জহিরুল ইসলাম বলেন, ওরস উপলক্ষে খতমে কোরআন, মিলাদ মাহফিল, দোয়া মাহফিল, ধর্মীয় আলোচনা, আখেরি মোনাজাত ও তাবরুক বিতরণ করা হচ্ছে।
 
প্রতি বছর ৬ আষাঢ় হজরত শাহ মোহছেন আউলিয়ার (র.) ওরস অনুষ্ঠিত হয়। ভিড় এড়াতে অনেক ভক্ত ওরসের আগে ও পরে জেয়ারত করতে আসেন। সঙ্গে আনেন হাদিয়া, মানতের গরু, ছাগল, মহিষ, গয়াল, মোরগ, গাছের ফল ইত্যাদি।  

হজরত শাহ মোহছেন আউলিয়ার (র.) অনেক কারামত লোকমুখে ছড়িয়ে আছে।  

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, জুন ২০, ২০২৪
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।