ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আষাঢ় ১৪৩১, ২৭ জুন ২০২৪, ১৯ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, জুন ২১, ২০২৪
পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার ...

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানা পুলিশের অভিযানে সিআর সাজা ও পরোয়ানাভুক্ত ২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুন) দিবাগত রাতে অভিযান পরিচালনা করে লোহাগাড়ার চুনতি এলাকা এবং কক্সবাজারের কলাতলী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- রাজাপুকুর লেইন এলাকার বাসিন্দা মরহুম সিরাজুল ইসলাম পুত্র আলহাজ নাছিমুল হুদা ও জামাল খান এলাকার মো. হাসিমের পুত্র মো. আসিফ হাসান।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) এস এম ওবায়েদুল হক বাংলানিউজকে বলেন, লোহাগাড়া থানার চুনতি এলাকা এবং কক্সবাজার জেলা সদর থানাধীন কলাতলী এলাকায় অভিযান পরিচালনা করে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, জুন ২১, ২০২৪ 
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।