ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিমানবন্দর সড়কের উন্নয়নকাজ পরিদর্শন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, জুন ৩০, ২০২৪
বিমানবন্দর সড়কের উন্নয়নকাজ পরিদর্শন

চট্টগ্রাম: নগরের গুরুত্বপূর্ণ বিমানবন্দর সড়কের উন্নয়নকাজ পরিদর্শন করেছেন চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

রোববার (৩০ জুন) বিকেলে পতেঙ্গার বিমানবন্দর সড়ক, পাশের খালসহ বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন করেন মেয়র।

 এ সময় তিনি সংশ্লিষ্ট প্রকৌশলীদের সঙ্গে উন্নয়নকাজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং কাজের গুণগত মান যাচাই করেন।

মেয়র বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে বিমানবন্দর এলাকা ও সড়কগুলোর সৌন্দর্য বাড়ানো হচ্ছে।

ফোয়ারা নির্মাণ করা হয়েছে। লাইটিং করা হচ্ছে। যাতে চট্টগ্রাম নেমেই বিদেশি বিনিয়োগকারী, অতিথি, প্রবাসীদের মন ভরে যায়।  

মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন কাউন্সিলর ছালেহ আহম্মদ চৌধুরী, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী শাহিন-উল-ইসলাম চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম ও উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আলী।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জুন ৩০, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।