ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডে পাহাড়ধস

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৪
বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডে পাহাড়ধস ...

চট্টগ্রাম: টানা বৃষ্টিতে বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডে পাহাড়ধসে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) ভোরে সড়কের ৬ নম্বর ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

 

এসময় সড়কে যানবাহন ও পথচারী চলাচল না থাকায় কোনও দুর্ঘটনা ঘটেনি।

সিডিএ’র সহকারী প্রকৌশলী ও বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডের প্রকল্প পরিচালক আসাদ বিন আনোয়ার বলেন, বৃষ্টির কারণে রাস্তার পাশের পাহাড় থেকে মাটি ধসে রাস্তার ফৌজদারহাটগামী লেনের ওপর পড়ে।

সড়কের ক্ষতিগ্রস্ত অংশে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। মাটি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার কাজ চলছে।

বায়েজিদ বোস্তামীর শেরশাহ বাংলাবাজার থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট পর্যন্ত ৬ কিলোমিটার সড়কটি নির্মাণে কাটা হয়েছিল ১৬টি পাহাড়। দুই পাশে ৯০ ডিগ্রি খাড়া করে পাহাড়গুলো কাটা হয়। উত্তর পাহাড়তলী মৌজা, হাটহাজারীর জালালাবাদ মৌজা এবং সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর মৌজায় এসব পাহাড় কাটা হয়েছিল। ফলে বৃষ্টি হলেই এই সড়কে প্রায়ই পাহাড় ধস হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।