ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে বিএনপির শোভাযাত্রা মঙ্গলবার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৪, সেপ্টেম্বর ১৫, ২০২৪
চট্টগ্রামে বিএনপির শোভাযাত্রা মঙ্গলবার ...

চট্টগ্রাম: বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে রোববার (১৫ সেপ্টেম্বর) কেন্দ্র ঘোষিত চট্টগ্রাম বিভাগীয় বিএনপির শোভাযাত্রা বৈরি আবহাওয়ার কারণে স্থগিত করা হয়েছে।  

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টায় নগরের ওয়াসা মোড় জমিয়তুল ফালাহ জামে মসজিদের সামনে থেকে স্থগিত হওয়া শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

শোভাযাত্রায় প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দীন আহমেদ।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও  বিভাগীয় শোভাযাত্রার সমন্বয়কারী মাহবুবের রহমান শামীম বাংলানিউজকে বলেন, বৈরি আবহাওয়ার কারণে কেন্দ্র ঘোষিত রোববারের চট্টগ্রাম বিভাগীয় বিএনপির শোভাযাত্রা স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টায় ওয়াসা মোড় জমিয়তুল ফালাহ জামে মসজিদের সামনে থেকে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।  

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৪
এমআই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।