ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

লোহাগাড়ায় পৃথক ঘটনায় প্রাণ গেল দুইজনের

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
লোহাগাড়ায় পৃথক ঘটনায় প্রাণ গেল দুইজনের ...

চট্টগ্রাম: লোহাগাড়ায় পুকুরে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড়হাতিয়া ও আমিরাবাদে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে বড়হাতিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাইজপাড়ার একটি পুকুর থেকে মনজুর আলম (৪০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার মৃত জালাল সিকদারের পুত্র।

 

গোসল করতে গিয়ে পানিতে ডুবে মনজুর আলমের মৃত্যু হয় বলে জানান স্থানীয় ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিক। তিনি বলেন, ফজরের নামাজ আদায়ের আগে পুকুরে গোসল করতে যায় মনজুর। ফিরে না আসায় পরিবারের লোকজন গিয়ে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে। ওই যুবক মৃগী রোগে আক্রান্ত।  

এদিকে সকাল ১১টার দিকে আমিরাবাদের সুখছড়ি কামার দীঘিরপাড় এলাকায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন মো. ইসমাইল (৪৮) নামের এক ব্যক্তি।

স্থানীয় ইউপি সদস্য মো. এরশাদ জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছে ঝুলে ছিল ইসমাইল। তার বাড়ি লোহাগাড়ার রাবার ড্যাম এলাকার রসুল পাড়ায়।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।