ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাবেক এমপি একরামুল করিম গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৪ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৪
সাবেক এমপি একরামুল করিম গ্রেপ্তার

চট্টগ্রাম: নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য ও নোয়াখালী জেলার আওয়ামী লীগের নেতা মো. একরামুল করিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

মঙ্গলবার (১ অক্টোবর) রাতে পৌনে ১২টার দিকে নগরের খুলশী থানার আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নোয়াখালীর সাবেক সংসদ সদস্য  মো.একরামুল করিম চৌধুরীকে খুলশী থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এখনো আমাদের অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ০০০৩ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৪
এমআই/টিসি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।