ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্যচাষীরা পেল ৬৬৭ কেজি পোনা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্যচাষীরা পেল ৬৬৭ কেজি পোনা

চট্টগ্রাম: উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে রাউজানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্যচাষীদের মধ্যে পোনা বিতরণ করা হয়েছে।  

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে রাউজান উপজেলা পরিষদ কমপ্লেক্সে ৭৩ জন মৎস্যচাষীর মধ্যে ৬৬৭ কেজি পোনা বিতরণ করা হয়।

এ সময় রাউজান উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলমগীর হোসেন আজাদী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সিরাজাম মুনীর, সমাজসেবা অফিসার মো. মুনির হুসাইনসহ উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আলমগীর হোসেন আজাদী জানান, সাম্প্রতিক সময়ের বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্যচাষীদের আবেদনের প্রেক্ষিতে সরেজমিনে পরিদর্শনপূর্বক যাচাই-বাছাই করে তালিকা করা হয়।

তালিকা অনুযায়ী ৭৩ জন চাষীর মাঝে ৬৬৭ কেজি রুই জাতীয় পোনা বিতরণ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪ 
বিই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।